নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজার উপজেলায় একটি অবৈধ ও ভেজাল জুস তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১১। রোববার দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী পুর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রডাক্ট নামে কারখানায় এ অভিযান চালানো হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা ও প্রায় ২৬ হাজার লিটার জুস ঘটনাস্থলে ধংস করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও র্যাব-১১ এর এএসপি মো. খলিলুর রহমান। এ সময় ক্যাব নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন।
মো. সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিএসটিআই এর লগো ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় প্রায় ২৬ হাজার লিটার জুস ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan