নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি গ্রামের তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর। এসময় গ্রামগুলোর বাসিন্দারা সড়কে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, রতনপুর, ভবনাথপুর’সহ পাঁচটি গ্রামের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন লিঃ। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম বলেন, অবৈধ গ্যাস সংযোগগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছিলো। অভিযানে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ ছয় কিলোমিটার এলাকার পাইপ লাইন তুলে নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান সহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan