সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভুইয়া পাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের অপরাধের একটি বহুতল ভবনের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক ওমর ফারুকের নেতৃত্বে সহকারী পরিচালক বেলায়েত হোসেন, উপ সহকারককী পরিচালক আলম মিয়া ও সহকারী পরিদর্শক শফিকুল ইসলামের সমন্বয়ে একটি টিম ঘটনা স্থলে এসে অবৈধ গ্যাস সংযোগের সত্যতা পেয়ে নারায়নগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগীতায় তাৎক্ষনিক গ্যাস সংযোগ বিচিছন্ন করে দেওয়া হয়।
এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা ওই গ্রাহকের কাছ থেকে জরিমানা আদায়সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করে দূর্নীতি দমন কমিশন দুদকের টিম। অভিযোগ সংশ্লিষ্ট ওই গ্রাহকের গ্যাস সংযোগ সংক্রান্ত সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা যাচাই-বাছাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওমর ফারুক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এসে দেখলাম অবৈধভাবে তিনি গ্যাস ব্যবহার করছেন। তাৎক্ষনিক তিতাস কর্মকর্তাকে অভিহিত করে তাদের সহযোগীতায় এই ভবনের মালিককে জরিমানা করা হয়। এবং তার বিরুদ্ধে রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা যাচাই বাছাই করে কমিশনের বিস্তারিত জমা দেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan