নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ফরেষ্ট চেক পোষ্টে পাঁচ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ কাঠ চোরাচালানের কারনে একজন আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া স্ট্যান্ড থেকে বিপুল পরিমান কাঠ ও এক চোরাকারবারিকে আটক করা হয়।
সোনারগাঁও স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন নারায়নগঞ্জ ক্রাইম নিউজকে জানান, মহাসড়কের মোগড়াপাড়া স্ট্যান্ডে নিয়মিত টহলকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে কভার্ডভেন গাড়ীটি জব্দ করা হয়। কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে কোন প্রকার বন বিভাগের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অবৈধ গাড়ি ও কাঠসহ একজনকে আটক করা হয়। আটককৃত গাড়ী নাম্বার ঢামেট ঢ- ১২-১৪৯৩, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan