নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগাঁয়ে আষাঢ়িয়ারচর বন বিভাগের স্থায়ী চেকপোষ্টে নিয়মিত অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত গজারির বল্লি’সহ একটি পিকআপ (ঢাকা মেট্রো উঅ-১১-২৮৪৩) আটক করা হয়েছে। পিকআপটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল।
জানা যায়, অবৈধ কাঠ বোঝাই করে পিকআপটি ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষাঢ়িয়ারচর বন বিভাগের চেকপোষ্টে আটক করা হয়। পিকআপটিতে ৬৬ পিস গজারির বল্লি জব্দ করা হয়।
সোনারগাঁ বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এই অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁও বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার স্টাফগন।
ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এসএম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জানান, ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২ (১) ধারা অনুযায়ী গাছ’সহ পিকআপ জব্দ করা হয়। কাঠের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। চলাচলের পাশ না থাকায় মালামাল জব্দ দেখিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিতি এই অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan