সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের বারোদিন পর ৩ বছরের শিশু আবির মাহমুদকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পিবিআইয়ের নারায়ণগঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মনিরুল ইসলাম।
তিনি জানান, চলতি মাসের ২ ফেরুয়ারি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকা থেকে ঐ শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা শফিকুল ইসলা সাধারন ডায়েরি করেন। ঘটনার তদন্তে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এক মহিলাকে শনাক্ত করা হয়। সাদিয়া নামের ওই নারী শিশুটিকে নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে চলে যায়। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অপহৃত শিশু আবির মাহমুদকে উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত থাকা সাদিয়া ও তার দেবর ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan