নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ফতুল্লা থেকে অপহরণের ৪ মাস পর চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে অপহৃত ১৭ বছরের কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় জড়িত তিন অপহরনকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল ছয়টায় চট্টগ্রামের ইপিজেড এলাকার ছয়তলা ভবন থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং ৩ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে অপহৃত কিশোরীর ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো নেত্রোকোনার মদন থানাধীন গোবিন্দশ্রী রজনীকান্দার গ্রামের শাহ আলমের ছেলে ইয়াসিন (২২), মৃত নুরু বেপারীর ছেলে শাহ আলম (৫৫) ও নাসির (৩৫)।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর বোন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত ইয়াসিন প্রায়ইর বাদীর বোনকে উত্যক্ত করতো। বাদীর বোন বিষয়টি পরিবারের সদস্যদেরকে অবগত করলে ইয়াসিন আরো বেশী ক্ষিপ্ত হয়ে উত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। ২০২২ সালের ২৯ নভেম্বর সকাল ১০ টার দিকে বাদীর বোন কোচিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নির্দিস্ট সময় বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন খুজতে বের হয়। পরিবারের সদস্যরা লোকমুখে জানতে পারে দুপুর দুইটার দিকে অপহৃত কিশোরী কোচিং শেষে বাসায় ফেরার পথে খাঁ বাড়ীর সামনে থেকে অভিযুক্ত আসামীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির-২ জানায়, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan