
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ, ডেমরা: রাজধানীর ডেমরার একাদশ শ্রেণীর এক অপহৃত ছাত্রীকে কুমিল্লা জেলা এলাকা থেকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।
এদিন ভুক্তভোগী মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার নাঙ্গলকোট থানার কান্দাল গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২৩) ও তার সহযোগী একই এলাকার আলমগীরের ছেলে শুভ মজুমদার (২৪)। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন অপহৃত মেয়েটির বাবা।
ডেমরা থানার পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মেয়েটি কোনাপাড়া একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা করতো। এদিকে কলেজে যাওয়া আসার পথে প্রায়ই গ্রেফতার মামুন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিলো।
আর ওই প্রস্তাব বারবার প্রত্যাক্ষাণ করায় এক পর্যায়ে ক্ষিপ্ত হয় মামুন। পরে গত ১১ জানুয়ারী পূর্ব পরিকল্পিতভাবে মামুন ও শুভ কলেজ থেকে বাসায় ফেড়ার পথে মেয়েটিকে অপহরণ করে। এ ঘটনায় অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে তার বাবা ডেমরা থানায় বিষয়টি অবগত করেন।