
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এর সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানার আইন শৃঙ্খলা ,মাদক,জিডি, পুলিশ কিলারেন্স ,মামলা ,ইভটিজিং,কিশোর গ্যাং ,শিল্প ভিত্তিক কর্মকান্ড ইপিজেড, পদ্মা, মেঘনা ডিপো,ব্যাংকসহ জনগনের যান মাল নিরাপত্তা সর্ম্পকে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মতবিনিময় সভার প্রধান অতিথি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ,সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক ,সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান (হাবিব), প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ ।
প্রধান অতিথি সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা বলেন,এ থানায় যোগদানের পর পুলিশ সদস্যদের বলেছি জনগনকে তাৎক্ষনিক সেবা প্রদান করতে ,কেউ যেন হয়রানির স্বীকার না হয়।
জিডি, পুলিশ কিলারেন্স খুব সহজেই সেবা প্রদান করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ড ভিত্তিক মাদক ব্যবসায়ীদের, কিশোর গ্যাং এর তালিকা তৈরি করা হবে। বিট পুলিশিং , সাংবাদিক , পুলিশ সদস্যদের সহযোগিতা করলে সমাজের অসঙ্গতি, দূর্নীতি,অনিয়ম কমে যাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব। অপরাধীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
এসময় তিনি সকল সাংবাদিকদেরবস্তু নিষ্ঠ সংবাদ করার আশা ব্যক্ত করেন।