A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ বাংলাদেশ জাতীয় অনুর্ধ-২৩ দলের ফুটবল খেলোয়ারদের উপহার সামগ্রী দিয়েছেন দেশের শীর্ষ তৈরী পোষাক কারখানা নীট কনসার্ন গ্রুপ। রবিবার নীট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা পঁচিশজন খেলোয়ার ও পাঁচজন কোচকে এ উপহার সামগ্রী তুলে দেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো জার্সি, প্যান্ট, বুটসহ খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় অনুর্ধ-২৩ ফুটবল দলের কোচ মারুফুল হক,সহকারী কোচ স্বপন, জাতীয় টিমের খেলোয়ার সুজন, জাকিরসহ খেলোয়ারবৃন্দসহ নীট কনসার্ন গ্রুপের কর্মকর্তারা। এ টিম আগামী মঙ্গলবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে।

নীট কনসার্ন গ্রুপের উপহার সামগ্রী পেয়ে জাতীয় অনুর্ধ কোট মারুফুল হক বলেন, দেশের খেলাধুলাকে বেগমান করতে সবসময় খেলোয়ার ও কোচদের পাশে থাকেন দেশের শীর্ষ তৈরী পোষাক কারখানার একটি নীট কনসার্ন গ্রুপ। নীট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা নিজে একজন খেলোয়ার ও ছেটোবেলা থেকেই খেলাধুলার প্রতি তার অগাধ টান। এই ভালবাসা থেকেই সবসময় জাতীয় থেকে জেলা পর্যায়ে এমনকি থানা পর্যায়ের যেকোন খেলার খেলোয়ারদের সহযোগীতা করে থাকেন। যা মাঠ পর্যায় থেকে সেন্টাল সকল প্রকার খেলাধুলাকে এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগায়।

এসময় নীট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, সবসময়ই দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে নীট কনসার্ন গ্রুপ সহযোগীতার হাত বাড়ায়। উপহার সামগ্রী দিয়ে খেলোয়ারদের আনন্দিত ও উজ্জিবিত করেন। তারই ধারাবাহিকতায় আজও আমাদের জাতীয় অনুর্ধ ফুটবল-২৩ দলের পঁচিশজন খেলোয়ার ও দেশসেরা কোচ মারুফুলহকসহ আরো চারজন কোচকে উপহার সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে আমাদের নিরলশ চেষ্টা সবসময়ই থাকবে। আমরা বিশ্বাস করি এই সোনার ছেলেরাই দেশে ও বিদেশের মাটিতে বিজয়ী হয়ে লাল সবুজের পতাকা উড়াবে ইনশাল্লাহ।

 

 

 

 

আগের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জে মানবতার সেবায় কাজ করছেন বদর উদ্দিন ও আলী আজগর
পরের সংবাদ দেখুনসোনারগাঁয়ে মার্কেট নির্মাণে বাধা শিপলু চেয়ারম্যান