নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জ বন্দর ইউনিয়নের হাই সাহেবের মোড় এলাকায় সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে পরিচালিত হচ্ছে অখ্যাত পরীক্ষালয় ‘‘ডিজিল্যাব ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার’’।
স্থানীয় আব্দুল হাই সুপার মার্কেটের ২য় তলা ভাড়া নিয়ে দি আল বারাকাহ হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ মশিউর রহমান বেশ কিছুদিন ধরে বিনা বাধায় চালিয়ে আসছে। একজন এমবিবিএস ডাক্তার হয়েও অবৈধ পন্থায় ডায়াগনোষ্টিক সেন্টার পরিচালনা করার বিষয়টি সাধারণ মহলে নানা প্রশ্নের সঞ্চার করছে।
অন্যদিকে উক্ত ডায়াগনোষ্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার মেশিন ব্যবহার করা হচ্ছে তাতে ভুল রিপোর্ট দেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান,ডিজিল্যাব ডায়াগনোষ্টিক সেন্টারটি ডাক্তার মশিউর রহমান নিজ স্বার্থ হাসিল করার জন্য দিয়েছেন। দি বারাকাহ হসপিটালের সঙ্গে তারা চুক্তি করে এই সেন্টারটি এখানে দিয়েছে।
রোগীদের কোন সমস্যা হোক বা না হোক ডাঃ মশিউর রহমান তাদের হাতে পরীক্ষা করার জন্য তার নিজ ডায়াগনোষ্টিক সেন্টারের ঠিকানা দিয়ে পাঠিয়ে দেন। অথচ এই ডায়াগনোষ্টিক সেন্টারটি পরিচালনায় না নেয়া হয়েছে সিভিল সার্জনের অনুমোদন না পরিবেশের ছাড়পত্র।
বিষয়টি স্থানীয় প্রশাসনের তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া উচিত। তাতে এলাকার নিরীহ মানুষজন রোগের পরীক্ষার নামে রোগীর হয়রানি চিরতরে বন্ধ হবে।
এ ব্যাপারে ‘‘ডিজিল্যাব ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার’’এর মালিক ডাঃ মোহাম্মদ মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য কাগজপত্র জমা দেয়া হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan