A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত শনিবার শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব। এ উপলক্ষে মেলায় দোকান-পাট বসানো প্রশসানের নিষেধাজ্ঞা রয়েছে। এটি অমান্য করে মেলা বসানোর অভিযোগ উঠেছে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। এ জন্য দোকান প্রতি আদায় করা হয়েছে ৫-৭ হাজার টাকা।

অপর দিকে বারদী প্লাজায় (২)অসমাপ্ত মার্কেটে আব্দুর রহমান মিয়ার নেতৃত্বে আবদুল লতিফ, জয়নাল, কিরণসহ ১০/১৫ জনের একটি সিন্ডিকেট কর্তৃক দোকান প্রতি আদায় করা হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা।

প্রশাসন সূত্র জানায়, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রতি বছর তিরোধান উৎসবে দেশ-বিদেশ থেকে বিপুল সংখক ভক্ত আসে। ঐ মেলা আয়োজন নিয়ে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে। ইতোমধ্যে বারদী এলাকা আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সেই কারণে এবারও মেলার অনুমুতি দেওয়া হয়নি।

গত শনিবার থেকে নেয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় বারদী সড়কের পাশে কৃষি জমিতে এ মেলায় দোকান-পাট বসানো হয়েছে।

স্থানিয় সূত্র জানায়, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে¡ ১০-১২ জনের একটি সিন্ডিকেট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতার ছত্রছায়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মেলার আয়োজন করেছে।

বারদী প্লাজার আব্দুর রহমান মিয়া বলেন, আমাদের মার্কেট বৈধভাবে ভাড়া দিয়েছি। অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনির বলেন, আওয়ামীলীগের সভাপতি সন্ধ্যায় ডেকে আমাকে মেলার আয়োজন করতে বলেছেন। অনুমোদন নিতে হবে না বলে জানিয়েছেন। অনেক দোকানদার মেলায় এসে দোকান বসতে না দেওয়ায় হতাশ হয়েছেন। এ কারণে তিনি মেলার আয়োজন করতে বলেছেন। তবে মেলার দোকান থেকে কোন টাকা নেওয়া হচ্ছে না।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু বলেন, মেলার বিষয়ে আমার কিছু জানা নেই। ইউপি সদস্যের নেতৃত্বে এ মেলার আয়োজন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া বলেন, প্রতি বছর লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসবে তিনদিন ব্যাপী মেলা বসে। এ বছর মেলার কোন অনুমতি দেয়নি প্রশাসন। ফলে মেলায় আসা দোকান মালিকরা হতাশ হয়ে পড়েছেন। তবে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম বলেন, বারদীতে তিরোধান উৎসব উপলক্ষে কোন দোকান-পাট বসানোর অনুমতি দেওয়া হয়নি। কেউ আমাদের নির্দেশ অমান্য করে দোকান-পাট বসে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগের সংবাদ দেখুনদোকান বাকির টাকা চাওয়ায় হামলা
পরের সংবাদ দেখুনদীর্ঘ ভোগান্তির পর ব্রিজ সংস্কার