
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আবারো অগ্নিসংযোগ শুরু করেছে। তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ ও মানুষ হত্যা করে কোনভাবেই ক্ষমতায় আসতে পারবেন না তারা।
এক পুলিশ সদস্যকে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। একজন ছাত্রদল নেতা ঘটনাস্থলে থেকে নির্দেশ দিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছেন। তাকেও খুজে বের করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি বলেন, পৃথিবীর কোথাও প্রধান বিচারপতির বাড়িতে হামলার নজির নেই। ব্যাগে করে ঢিল ও ককটেল নিয়ে এসেছিল তারা।
আমাদের আরেকজন পুলিশ সদস্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুধু পুলিশের উপর নয় হাসপাতালেও হামলা করেছে তারা। ডেমরার একটি গাড়িতে আগুন দিয়ে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে। তারা পুলিশকে হত্যা করে তারাই আবার হরতাল ডেকেছে।
হরতালের নামে সারাদেশে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা জনগণকে সাথে নিয়ে এসব অগ্নিসন্ত্রাসী ও হত্যাকারীদের মোকাবেলা করে তাদের তাদের বিচারের আওতায় আনা হবে। রোববার বিকেলের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা একটি বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের শান্তির সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তেব্যে একথা বলেন তিনি। সমাবেশের সভাপতিত্ব করেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
এসময় মন্ত্রী আরও বলেন, গতকাল তারা শান্তিপূর্ণ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। সারাদেশ থেকে বিএনপি নেতাকর্মীদের এনে সভা করার জন্য অনুমতি নিয়েছিলো। ভেবেছিলাম ওরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে।কিন্তু সমাবেশের নামে তারা তান্ডবলীলা চালিয়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলে দেখেছি যেভাবে হাসপাতালে আক্রমণ চালিয়েছে একইভাবে ওরা পুলিশ হাসপাতালে আক্রমণ করেছে।
এ ধরনের ষড়যন্ত্র করে বিদেশি বন্ধুদের ওরা খুশি করতে চায়। আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী বংশভুত এক ব্যাক্তি সে নাকি আমেরিকার রাষ্ট্রপতির বন্ধু। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আইনের আওতায় আনা হয়েছে।